দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
পুনর্নির্বাচিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় মাতামেলা সিরিল রামাফোসাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে আপনার জয় প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার জনগণ আপনার নেতৃত্বের ওপর কতটা আস্থা ও বিশ্বাস রেখেছে।’
শেখ হাসিনা আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মাতামেলা সিরিল রামাফোসার অঙ্গীকার দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে তার দৃঢ় নেতৃত্বের বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকাকে উন্নয়নের নতুন যুগে নিয়ে যাবে।’
আরও পড়ুন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার যাত্রায় যোগ দিন: দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
চিঠিতে শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে যার ফলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের পারস্পরিক সহযোগিতা কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয় বরং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক বিষয়গুলোতেও অবদান রাখবে।’
ফিলিস্তিনের প্রতি মাতামেলা সিরিল রামাফোসা সরকারের অবিচল সমর্থন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশে তার দৃঢ় অবস্থানেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আপিলের শুনানি চলছে আইসিজেতে
৫ মাস আগে