স্পিড গান
স্পিড গান ব্যবহারে এবার ঈদযাত্রা নিরাপদ ছিল: বাংলাদেশ পুলিশ
পুলিশ স্পিড গান ব্যবহারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত গতিকে সাধারণত সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় এবং অননুমোদিত যানবাহন প্রতিরোধ ও সড়কে স্পিড গান ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের কারণে সড়ক দুর্ঘটনা কমেছে।
আরও পড়ুন: ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে পুলিশ: আইজিপি
তথ্য অনুযায়ী, পুলিশ ১৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৫৫৬টি স্থানে স্পিড গান ব্যবহার করেছে এবং এই সময়ের মধ্যে অতিরিক্ত গতির কারণে ১ হাজার ৪৫৮ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে।
এছাড়া যাত্রী পরিবহনের জন্য ৫৮৩টি অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ২০১৪ স্পটে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৭ হাজার ১০২টি মামলা জমা পড়ে।
আরও পড়ুন: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ সফল: আইজিপি
৫ মাস আগে