বুমরাহ
ভারতের বোলিং আগুনে পুড়ল আফগানিস্তান
ভারতীয় বোলারদের তোপের মুখে চেনাই গেল না টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে বল-ব্যাট দুপাশেই সমান সামর্থ্য দেখানো আফগানিস্তানকে। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ রানে হারার পর এবার ভারতের বিপক্ষে তারা হারল ৪৭ রানে।
বৃহস্পতিবার বার্বাডোজের কিংস্টন ওভালে সুপার এইটের ‘গ্রুপ ১’ এর ম্যাচে টস জেতে ভারত। এরপর শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।
আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমরজাইয়ের ২৬ রানের স্কোরটিই দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আর কোনো ব্যাটার ২০ ছুঁতে পারেনি।
অন্যদিকে, বরাবরের মতোই বোলিংয়ে আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরাহ। ৪-১-৭-৩ হচ্ছে তার বোলিং ফিগার। এছাড়া সিরাজের পরিবর্তে একাদশে ফেরা কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং দুটি করে উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে দলের নিয়মিত উইকেট পতন ঠেকিয়ে ২৮ বলে ৫৩ রান করা সূর্যকুমার যাদবকে দেয়া হয়েছে ম্যাচসেরার পুরস্কার।
আরও পড়ুন: সূর্যকুমারের ব্যাটে আফগানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য
লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই আফগানদের উইকেটের খাতা খোলেন বুমরাহ। ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে কট বিহাইন্ড করে সাজঘরে পাঠান তিনি।
১৩ রানে প্রথম উইকেট পড়ার পর ১০ রান সংগ্রহ করতে না করতেই অক্ষর প্যাটেলের শিকার হন ইব্রাহিম জাদরান। পরের ওভারে ২৩ রানের মাথায়ই হজরতউল্লাহ জাজাইকে ফেরার বুমরাহ। এরপর গুলবাদিন নায়েব ও আজমাতউল্লাহ ওমরজাই একটি বড় জুটি গড়ার ইঙ্গিত দিলেও ভারতকে ব্রেকথ্রু এনে দেন কুলদীপ।
এই সময়ে ভারতের স্পিনাররা ভেলকি দেখান। ২১ বলে ১৭ রান করা গুলবাদিনকে কুলদীপ ফেরানোর পরের ওভারে ওমরজাইকে আউট করেন রবীন্দ্র জাদেজা। ফলে ৬৭ ও ৭১ রানে পড়ে আফগানিস্তানের যথাক্রমে চতুর্থ ও পঞ্চম উইকেট।
এরপর ৩১ রানের একটি জুটি গড়ে প্রতিরোধের আশা জাগান নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী। কিন্তু বুমরাহর শেষ ওভারটি সামলাতে করতে পারেননি জাদরান। ১৭ বলে ১৯ রান করে তিনি ফিরে গেলে পরের ওভারে নবীকে ফেরার কুলদীপ। ফলে ১০২ ও ১১৪ রানে ষষ্ঠ ও সপ্তম উইকেট হারায় আফগানিস্তান।
আরও পড়ুন: এখান থেকে যা পাব, তাই আমাদের জন্য বোনাস: হাথুরুসিংহে
এরপর ১৭.৪তম ওভারে এসে পরপর দুই বলে জোড়া উইকেট শিকার করেন আর্শদীপ। দলীয় ১২১ রানের মাথায় তরুণ এই ভারতীয় পেসারের তোপের শিকার হয়ে ফেরেন রশীদ খান ও নবীন-উল-হক। এরপর ইনিংসের শেষ বলে আর্শদীপের বলেই রোহিতের তালুবন্দি হন নূর আহমদ। ফলে ২০ ওভারে ১৩৪ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
এই জয়ে সেমি ফাইনালে কার্যত এক পা দিয়ে রাখল ভারত। এখন তাদের সামনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর মধ্যে একটি ম্যাচ জিতলেও সেমির টিকিট কাটতে পারবে রোহিত শর্মা অ্যান্ড কোং।
শুক্রবার ভোরে গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
৪ মাস আগে