বৃষ্টিবিঘ্নিত
টি-২০ বিশ্বকাপ: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া
অ্যান্টিগায় চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম সুপার এইটে ডিএল পদ্ধতিতে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
রিশাদ হোসেন কিছুটা ধীরগতির পিচে বাংলাদেশের হয়ে বল হাতে জ্বলে উঠলেও বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার ব্যর্থতায় জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ইনিংসে কিছু ভালো মুহূর্তও ছিল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডারের শক্ত ভিত তৈরি করে সুসংগঠিত ইনিংস খেলেন। আক্রমণাত্মক হিটিংয়ের জন্য পরিচিত তৌহিদ হৃদয় ইনিংসের শেষ দিকে দুটি শক্তিশালী ছক্কা মেরে প্রয়োজনীয় গতি সঞ্চার করেছিলেন।
তবে অ্যাডাম জাম্পার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশি ব্যাটারদের আটকে রাখেন। জাম্পার শৃঙ্খলাবদ্ধ স্পেল, ২৪ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের এমন একটি ইনিংস থামিয়ে দিয়েছিল। যার ফলে সত্যিকার অর্থে আর কখনই গতি সঞ্চার করতে পারেনি।
প্যাট কামিন্সের হ্যাটট্রিকে বাংলাদেশের শেষ দিকের আগ্রাসন রুখে দেন তিনি। হ্যাটট্রিকের প্রথম দুই উইকেট আসে ১৮তম ওভারে, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসানকে আউট করে। শেষ ওভারে ধীর বলে বিপজ্জনক তৌহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক নিশ্চিত করেন কামিন্স।
আরও পড়ুন: সূর্যকুমারের ব্যাটে আফগানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য
এটি টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ান বোলারদের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগেরটি ছিল ব্রেট লির।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রানে শেষ করে বাংলাদেশের ইনিংস।
তবে অস্ট্রেলিয়ার ইনিংসের গল্পটা ছিল ভিন্ন। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড শুরু থেকেই বাংলাদেশের বোলারদের আক্রমণ করে প্রথম চার ওভারে ৩৬ রান সংগ্রহ করেন। বাংলাদেশের দুই স্পিনার রিশাদ হোসেন ও মেহেদী হাসান অল্পের জন্য নিয়ন্ত্রণ পেলেও জয়ের শক্ত মঞ্চ আগেই তৈরি করে ফেলেছিল অস্ট্রেলিয়া।
ওয়ার্নার হাফ সেঞ্চুরি করলেও হেডকে সমান ভয়ংকর দেখাচ্ছিল। বৃষ্টি তাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে, যখন তারা ডিএলএস পার স্কোরের চেয়ে ২৮ রানে এগিয়ে ছিল। আর এভাবেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে বেশি রানের সুযোগ হাতছাড়া হওয়ায় দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। শান্ত বলেন, 'আমার মনে হয়েছে, আমাদের ১৭০ রান করা উচিত ছিল। তিনি টুর্নামেন্ট জুড়ে বোলারদের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে তারা তাদের পারফরম্যান্স বজায় রাখবে।
সুপার এইটে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দলটি ইতোমধ্যে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে।
আরও পড়ুন: ভারতের বোলিং আগুনে পুড়ল আফগানিস্তান
৪ মাস আগে