মিয়ারুল ইসলাম
মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইন জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরে হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিয়ারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: হেরোইন রাখার দায়ে মাদক কারবারির কারাদণ্ড
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
মিয়ারুল উপজেলার হরিরামপুর গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, হরিরামপুর গ্রাম থেকে হেরোইনের চালান পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নুরপুর মোড়ে তল্লাশি চৌকি বসায়। সেখানে মিয়ারুলকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪০০ গ্রাম হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন জব্দ, ২ ভাই গ্রেপ্তার
৬ মাস আগে