উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্কুলে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের পানিতে পড়ে মোসা. নুর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে রসুলপুর গ্রামে উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
নিহত শিশু মোসা. রসুলপুর উত্তরপাড়ার নুর মো. রিজান ও সুমাইয়া আক্তারের মেয়ে।
আরও পড়ুন: সিলেটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকটির জন্য করা গর্ত দুই মাসের বেশি সময় ধরে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ফেলে রাখা হয়। এদিকে বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় মোসা. নুর গর্তে পড়ে ডুবে যায়। দুপুর ২টায় শিশুর লাশ ভেসে ওঠে।
বিদ্যালয়টির সেপটিক ট্যাংকের নির্মাণকাজ দুই মাস আগে শুরু করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা শেষ করেনি। দীর্ঘদিন ধরে অর্ধেক কাজ করে ফেলে রাখায় এ ঘটনা ঘটেছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য স্বপন মিয়া বলেন, বহুবার এ কাজের ঠিকাদারকে বলা হলেও অরক্ষিত অবস্থায় কাজটি ফেলে রাখায় আজ এমন দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আমরা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায় বলে জানান স্কুল ম্যানেজিং কমিটির সদস্য স্বপন মিয়া।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
সীতাকুণ্ডে সাগরে ডুবে ২ শিশুর মৃত্যু
৪ মাস আগে