শিক্ষক সমিতির নির্বাচন
শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আখতার, সা. সম্পাদক জহির
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. জহির বিন আলম নির্বাচিত হয়েছেন।
ড. আখতার বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষক এবং ড. জহির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. অনিমেষ সরকার এ ফল ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শাবিপ্রবিতে চলছে শিক্ষক সমিতির নির্বাচন
নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে পলিটিকেল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, কোষাধ্যক্ষ পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার ও যুগ্ম সম্পাদক পদে আইআইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. আহসান হাবিব।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন- অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক, পাবলিক এডমিনিসস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফা কামাল ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মো.মুন্না।
আরও পড়ুন: শাবিপ্রবিতে চাইনিজ কর্ণার উদ্বোধন
এ বারের নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দুটি প্যানেল অংশ নিলেও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেননি।
২ বছর আগে
সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী আওয়ামীপন্থী প্যানেল
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ মনোনীত প্যানেল জয়লাভ করেছেন।
আগামী ২৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ থেকে মনোনীত প্রার্থী এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেল থেকে মনোনীত মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।
আরও পড়ুন: খাবার উপযোগী পোকা নিয়ে সিকৃবি ছাত্রের গবেষণা
এছাড়া সহ-সভাপতি পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, কোষাধক্ষ্য পদে মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, যুগ্ম সম্পাদক পদে গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু, ও সদস্য পদে কৃষি তত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, এগ্রিকালচারাল কনস্ট্রাকশন ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা রায়, মৌলিক বিজ্ঞান ও ভাষা বিভাগের সহকারী অধ্যাপক রাহুল ভট্টাচার্য্য, এনিমেল ও ফিশ বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আফরীন নির্বাচিত হয়েছেন।
শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত শিক্ষক নেতারা।
২ বছর আগে
জমে উঠেছে শাবি শিক্ষক সমিতির নির্বাচন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ জমে উঠেছে।
৪ বছর আগে