পিটিয়ে মারা
রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মারা হলো অজগর
দেশে বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব। গত কয়েক দিনে দেশজুড়ে আতঙ্ক ছাড়াচ্ছে এই সাপ। সাপের দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।
এদিকে, রাসেলস ভাইপারের আতঙ্কে প্রাণশঙ্কায় পড়েছে অন্যান্য প্রজাতির সাপও।
এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে রাসেলস ভাইপার মনে করে ৫ ফুট দৈর্ঘ্যের েএকটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।
আরও পড়ুন: বিষধর সাপ রাসেলস ভাইপার চেনার উপায় ও প্রয়োজনীয় সতর্কতা
উপজেলার পলাশ ইউনিয়নের আলীপুর গ্রামে রবিবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে যেসব সাপ দেখা যায়, সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার সবচেয়ে বিষাধর।
স্থানীয় এক জেলে বলেন, ‘প্রতিদিনের মতো মাছ ধরতে হাওরে জাল ফেলার পর উপরে উঠিয়ে দেখি, জালে একটি সাপ আটকা পড়েছে। পরে এলাকাবাসী সেটিকে রাসেলস ভাইপার মনে করে সাপটিকে মেরে ফেলে।’
মৃত সাপটি অজগর ছিল বলে জানান তিনি।
এদিকে স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর এই সাপটিকে রাসেলস ভাইপার হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করেন। এ ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
সচেতন মহল বলছে, সাপটি অজগর নাকি রাসেলস ভাইপার, আগে এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত গুজব ছড়ানো অপরাধ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘আলীপাড়ায় যে সাপটি মারা হয়েছে সেটি অজগর সাপ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার বানিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে।’
তাই সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ওসি শ্যামল বণিক।
কেউ যাতে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ায়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম।
আরও পড়ুন: নাটোরে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পরিবারের
রাসেলস ভাইপার সাপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা
৫ মাস আগে