নির্বাচিb
সিলেটে চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ সিলেট বিভাগে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রবিবার (২৩ জুন) দুপুরে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)।
এর আগে গত ৫ জুন বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগের ৭টি উপজেলায় অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- সিলেটের জকিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলায় সাদাত মান্নান অভি, মধ্যনগর উপজেলায় সদ্য অতিরিক্ত আইজিপি পদন্নোতিপ্রাপ্ত আব্দুল বাতেনের বড় ভাই আব্দুর রাজ্জাক, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এস এফ এ এম শাহজাহান, চুনারুঘাট উপজেলায় পরিষদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।
৫ মাস আগে