র্যাবের নতুন ডিজি
দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার র্যাবের নতুন ডিজির
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন অর রশীদ দুর্নীতিতে জড়িত না হতে কর্মীদের সতর্ক করে বলেছেন, আইন অমান্য করলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে নতুন মহাপরিচালক জোর দিয়ে বলেন, র্যাব সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: আরসার 'অপরাধীদের' বিরুদ্ধে অভিযান অব্যাহত: র্যাব
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'নমনীয়তার কোনো সুযোগ নেই। যেকোনো অপরাধীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ঘোষণার ফলাফল দেখতে চাই।’
ব্যারিস্টার রশিদ র্যাব সদস্যদের যেকোনো ধরনের বেআইনি ও অপেশাদার আচরণ পরিহার করার আহ্বান জানান। ‘এলিট ফোর্সের সদস্যদের অবশ্যই দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ হতে হবে। আইন মেনে চলাই পেশাদারিত্ব।’
মহাপরিচালক র্যাবের ওপর জনগণের আস্থা ও নির্ভরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি র্যাবের সব সদস্যকে এ লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণ প্রজন্মের ওপর মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরে র্যাবের নতুন ডিজি সমাজ থেকে মাদক নির্মূলে প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার করেন। সারাদেশে কিশোর গ্যাং কার্যক্রম নির্মূলেও প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
আরও পড়ুন: দায়িত্ব নিলেন র্যাবের নতুন ডিজি
র্যাবের নতুন ডিজি হারুন-অর-রশিদ
৫ মাস আগে