মুভি রিভিউ
পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
২০২৩ সালের ২৫ জানুয়ারি দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হলেও বলিউড কিং শাহরুখ খানের ভক্তদের জন্য ছিল ‘পাঠান দিবস’। এসআরকে-এর সিনেমাতে হৈচৈ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মুক্তির আগেই সিনেমার অগ্রিম বুকিং প্রায় চার মিলিয়ন মার্কিন ডলার হয়ে যাওয়াটা রীতিমত ‘ম্যাডনেস’।
নিদেনপক্ষে সাম্প্রতিক হিট দক্ষিণ ভারতীয় মুভিগুলোর সঙ্গে এক সারিতে থেকেই রেকর্ড ভাঙার ভনিতা দেখা যাচ্ছে পাঠান প্রোফাইলে। দীর্ঘ পাঁচ বছর পর বলিউড বাদশার প্রত্যাবর্তন বলে কথা! চলুন, দেখে নেয়া যাক শুভ মুক্তির পর বিগ শোটি কতটুকু তার প্রতিশ্রুতি রাখতে পারলো।
পাঠান: বলিউড বাদশার অভিজাত প্রত্যাবর্তন
ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের এই চতুর্থ কিস্তিটি জিরো (২০১৮)-এর পর শাহরুখ খানের প্রথম মুভি। মুভির কাহিনী একজন ভারতীয় গুপ্তচরকে নিয়ে, যার মিশন ভারতকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ভাড়াটে সৈন্যদের মূল হোতাকে ধরাশায়ী করা। আব্বাস টায়রেওয়ালা বিস্ফোরক পাঞ্চ লাইন দিয়ে ঝাঁঝালো করে তুলেছেন মুভির সংলাপগুলোকে। ফলশ্রুতিতে, সিদ্ধার্থ আনন্দ রচিত ও পরিচালিত অ্যাকশন-প্যাকড ছবিটি শেষব্দি চিত্তাকর্ষক ছিলো। সচিথ পাওলোসের সিনেমাটোগ্রাফি ছিলো সাম্প্রতিক বছরগুলোর বলিউড হিটগুলো থেকে সর্বশ্রেষ্ঠ।
আরও পড়ুন: ‘পাঠান’ আসবে কী আসবে না!
ফিল্ম স্কোর কম্পোজ করেছেন সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা আর গানগুলো কম্পোজ করেছেন বিশাল-শেখর, যিনি পূর্বে টাইগার জিন্দা হ্যায় (২০১৭) মুভিতে কাজ করেছিলেন। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন প্রযোজক মেঘদীপ বোসের সঙ্গে সঙ্গীত বিন্যাস এবং প্রযোজনায়।
সম্পাদনায় আরিফ শেখ ফিল্মটিকে এমন ছন্দে ধার দিয়েছেন, যেন কোথাও থেকে তিল পরিমাণে দর্শকদের আকর্ষণ হারিয়ে না যায়। সব মিলিয়ে এই আদিত্য চোপড়া প্রোডাকশনটি পুঙ্খানুপুঙ্খভাবে বিনোদনের সঞ্চার রেখে ক্লাইমেক্সগুলোতে আকস্মিক চমক দিতে পেরেছে।
২৫০ কোটি রুপি (৩০৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) বাজেটের ছবিটির টিজার প্রকাশিত হয়েছিল শাহরুখ খানের ৫৭-তম জন্মদিন ২০২২ সালের ২ নভেম্বর। একই সঙ্গে আইম্যাক্স, ফোর ডিএক্স এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে মুক্তি দেয়া হয়েছিল তামিল ও তেলেগু সংস্করণও। পাঠান প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে নভেল আইসিই থিয়েটার ফরম্যাটে মুক্তি পায়। ফিল্মটির স্যাটেলাইট স্বত্ব নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজিটাল স্বত্বাধিকার অধিগ্রহণ করেছে স্টার নেটওয়ার্ক।
আরও পড়ুন: ৫৭ বছরে সালমান খান: ‘ভাইজান’ এর জন্মদিনের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়া মুখরিত
‘পাঠান’কে ঘিরে বিশ্ব প্রতিক্রিয়া
টিজার প্রকাশের পর ২ দিনেরও কম সময়ের মধ্যে ইউটিউবে এর ভিউ সংখ্যা ছাড়িয়ে যায় ২২ মিলিয়ন এবং লাইক পড়ে ১ মিলিয়নেরও বেশি। মুক্তির সঙ্গে সঙ্গেই সারা ভারতবর্ষ জুড়ে সামাজিক মাধ্যমগুলো মুখর হয়ে ওঠে মেম, ইমোজি, ও সেরা সিকুয়েন্সের শর্ট ভিডিওতে। পাঠানের অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয় এ বছর ১০ জানুয়ারি। ট্রেলারটি পরে ১৪ জানুয়ারি প্রদর্শিত হয় বুর্জ খলিফাতে।
প্রিমিয়ামের সময় সবচেয়ে বড় চমক ছিল পাঠান এবং টাইগারকে একসঙ্গে স্ক্রিনে দেখা। এর আগে দুই খানকে দর্শক একত্রে বড় পর্দায় দেখেছিলো ১৯৯৫ সালে রাকেশ রোশানের ফ্যান্টাসি চলচ্চিত্র কারান আর্জুন-এ। তবে এবারের আবহটা ছিলো একদমি ভিন্ন। বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেদের ক্ষেত্রে তারা দুজনেই সর্বেসর্বা। ভারত-খ্যাত এমন সেরা দুই হিরোর জুটি বদ্ধ অ্যাকশন বহুদিন ধরে প্রতীক্ষার ইন্ধন যোগাচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার ইতি ঘটলো এই পাঠান-এর মাধ্যমে।
১ বছর আগে
‘মিশন মঙ্গল’ দু সপ্তাহেই আয় করল ১৫০ কোটি রুপি
ঢাকা, ২৫ আগস্ট (ইউএনবি)- মুক্তি পাওয়ার দুই সপ্তাহ না পোরোতেই ১৪৯.৩১ কোটি রুপি আয় করে নিয়েছে অক্ষয় কুমার অভিনীতি মিশন মঙ্গল চলচ্চিত্র।
৫ বছর আগে