মতিউর
বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে তাদের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে জিএম কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
রবিবার (১৫ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি জানান, মতিউর ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে দুটি এবং বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছে দুদক।
১ সপ্তাহ আগে
রাজস্ব কর্মকর্তা মতিউরের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট খারিজ
ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট উত্থাপিত হয়নি (নট প্রেসড রিজেক্ট) মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মতিউরের আইনজীবী এস এম শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সব সম্পদ জব্দের নির্দেশ আদালতের
এর আগে রবিবার মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। তার পক্ষে এস এম শামীম হোসাইন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ২৪ জুন মতিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে আদালত তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা দেন। দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারি করেন।
আরও পড়ুন: সাবেক এনবিআর সদস্য মতিউরকে সোনালী ব্যাংকের বোর্ড থেকে অপসারণ
৩ সপ্তাহ আগে
নবনিযুক্ত নৌসচিব মতিউরকে ওএসডি করা হয়েছে
নৌসচিব হিসেবে এ কে এম মতিউর রহমানকে নিয়োগ দেওয়ার দুদিন পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: বিআরটিএ চেয়ারম্যানসহ ৬ অতিরিক্ত সচিবকে ওএসডি
অতিরিক্ত সচিব মতিউর রহমান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সচিব পদে পদোন্নতির পর তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
আরও পড়ুন: ১ সিনিয়র সচিবসহ ২ সচিব ওএসডি, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব
২ মাস আগে
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর, স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অপসারিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মুশফিকুর রহমান ইফাতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম জানান, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর আহম্মদ আলী সালাম।
ঈদুল আজহার আগে ছেলের ১৫ লাখ টাকার ছাগল কেনা নিয়ে ব্যাপক সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে গতকাল রবিবার মতিউর রহমানকে এনবিআরের পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়। এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালক পদ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে।
মতিউর রহমানের ছেলের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে কথিত বিনিয়োগসহ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন মতিউর রহমান।
এসব অভিযোগ অনুসন্ধানে রবিবার তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুদক।
আরও পড়ুন: ছাগল-কাণ্ডে মতিউরকে এনবিআরের পদ থেকে অপসারণ
৫ মাস আগে