৬ সদস্য
যাত্রাবাড়ীতে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবড়ীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি বাটযুক্ত লম্বা ছুরি, একটি কুড়াল ও একটি চাপাতি জব্দ করা হয়।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে ২৩৮৯২ ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
রবিবার (২৩ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নান্নু সরদার, রাজু আহমেদ, হানিফ, হুমায়ুন, তাহিরুল ও রেজাউল করিম।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল।
তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন: বেপরোয়া চালানোর অভিযোগে ২৩ চালক গ্রেপ্তার, ১৫ বাল্কহেড জব্দ
এমপি আনার হত্যা: আ. লীগ নেতা মিন্টু গ্রেপ্তারের পর কোনো চাপ আসেনি: ডিবি প্রধান
৫ মাস আগে