প্রসাদ
সাতক্ষীরায় মন্দিরে অনুষ্ঠানের প্রসাদ খেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ
সাতক্ষীরার কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই খাবার খেয়ে অসুস্থ হয়েছেন আরও অর্ধশতাধিক ভক্ত।
সোমবার (২৪ জুন) অসুস্থ অবস্থায় শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় মারা যায়।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
কাব্য দত্ত খুলনার চুকনগর সংলগ্ন শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে।
কালিগঞ্জের বিষ্ণুপুর বানিয়াজাংগাল বাসন্তী পূজা মন্দিরের সভাপতি শংকর দত্ত বলেন, শনিবার রাতে মন্দির প্রাঙ্গনে পূর্ণিমা তিথি উপলক্ষে পূজা-অর্চনা চলছিল। পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। পরদিন প্রসাদ খাওয়া ভক্তদের অনেকেই বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তির সংখ্যা বাড়তে থাকে। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় ২০ থেকে ২৫ জনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ৫ জনকে খুলনার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অন্যান্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বলেন, রবিবার রাতে কাব্যকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হচ্ছিল। কিন্তু পথে ডুমুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৫ মাস আগে