রবের্ট লেভানডফস্কি
ইউরোয় এমবাপ্পের প্রথম গোলেও জিততে পারল না ফ্রান্স
ইউরোতে ক্যারিয়ারের প্রথম গোল পেলেন কিলিয়ান এমবাপ্পে, চলতি আসরে নিজেদের খেলোয়াড়দের পা থেকে প্রথম গোল পেল ফ্রান্স, তবুও ‘ডি’ গ্রুপের তৃতীয় ও শেষ রাউন্ডের ম্যাচটিতে জয়বঞ্চিত হয়েছে ফ্রান্স।
ডর্টমুন্ডের জিগনাল ইডুনায় মঙ্গলবার রাতে পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। দুই গোলই এসেছে পেনাল্টি থেকে। ফ্রান্সের হয়ে এমবাপ্পে ও পোল্যান্ডের হয়ে রবের্ট লেভানডফস্কি গোল দুটি করেন।
এই ড্রয়ে তিন ম্যাচে এক জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। অপরদিকে, মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় নিয়েছে পোল্যান্ড।
দিনের অন্য ম্যাচে নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে অস্ট্রিয়া। ফলে ফেবারিট ফ্রান্স ও ডাচদের টপকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে উঠেছে তারা।
আরও পড়ুন: অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মদ্রিচদের কাঁদিয়ে শেষ ষোলোয় ইতালি
নাকে আঘাত লাগায় এক ম্যাচ বিশ্রামে থেকে এদিন বিশেষ মাস্ক পরে মাঠে নামেন এমবাপ্পে। অন্যদিকে, ইনজুরিতে পড়া লেভানডফস্কিও ইউরোরর চলতি আসরে প্রথমবার পোল্যান্ডের শুরুর একাদশে ফেরেন।
এমবাপ্পে একাদশে ফেরায় ফ্রান্সের আক্রমণে কিছুটা ধার বাড়ে। তবে প্রথম দুই ম্যাচ হারা পোল্যান্ডও ভয়ডরহীন ফুটবল খেলে। ফলে সমানে সমানে লড়াইতে শেষ হয় প্রথমার্ধ।
তবে, তারকা আর অভিজ্ঞতায় ভরা ফ্রান্সই আক্রমণ-প্রতি আক্রমণ, গোলের সুযোগ তৈরি, বলের দখল ইত্যাদি ক্ষেত্রে পোলিশদের চেয়ে এগিয়ে ছিল।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে পোল্যান্ডকে চেপে ধরে ফ্রান্স। দেম্বেলে ও এমবাপ্পে দুটি দারুণ সুযোগ তৈরি করলেও তা থেকে গোলবঞ্চিত হয় তারা। ফলে জাল অক্ষত রেখেই বিরতিতে যায় দুই দল।
৫ মাস আগে