শ্বশুর-পুত্রবধূর মৃত্যু
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আক্কাস আলী (৬০) ও পুত্রবধূ লাকি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছোট চৌগ্রাম এলাকার হামিদুল ইসলাম তার বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে লাইন টেনে নিয়ে যান। সকালে লাকি বেগম রাস্তার পাশ থেকে গরুর গোবর তোলার সময় বৈদ্যুতিক লাইনের তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেসময় তার শ্বশুর একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর হামিদুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী।
আরও পড়ুন: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
৫ মাস আগে