ট্রাক ও অটোরিকশা
নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ইটাখোলা-কটিয়াদী সড়কের পঁচারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- নরসিংদী সরকারি কলেজের প্রভাষক শিবপুর উপজেলার রশিদ ফকিরের ছেলে বৈলাব গ্রামের আবুবকর সিদ্দিক (৪০), মনোহরদীর সমির উদ্দিনের মেয়ে মারুফা বেগম (২৩), রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের মোস্তফা মিয়া (৪৮) ও সিএনজিচালক শিবপুর উপজেলার রহি উদ্দিনের ছেলে শাহিন মিয়া (৩৫)। অজ্ঞাত দুইজনের মধ্যে একজন নারী ও এক পুরুষ রয়েছে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শিবপুরের পঁচরাবাড়ী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়। খবর পেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, জানান, পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনায় সিএনজির চালক ও যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারোরই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত একই পরিবারের ৩ জন
১ মাস আগে
সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।বুধবার (২৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় অটোরিকশায় থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
৫ মাস আগে