বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় 'মোখা' উপকূলের দিকে অগ্রসর হওয়ায় চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার রাত ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বাতিল
এতে, নদীর যানগুলোকে নিরাপদ স্থানে নোঙর করতে বলা হয়েছে।
জেলা প্রশাসক কামরুল হাসান জানান, মোখা মোকাবিলায় চাঁদপুর সদর ও বাকি সাত উপজেলায় সবর্মোট ৩৫৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সব ইউএনওদেরকে এ ব্যাপরে জরুরি নির্দেশনাও দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলাধীন সব চরাঞ্চলের লোকদেরকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্যও বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'মোখা' রবিবার সন্ধ্যার মধ্যে কক্সবাজার-মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে
তুরাগের ভূমিতে পিলার স্থাপন: ৬২ পরিবারের আবেদন নিষ্পত্তির নির্দেশ
রাজধানীর পাশ্ববর্তী তুরাগ নদকেন্দ্রীক ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে পিলার স্থাপনের বিরুদ্ধে ৬২ পরিবারের করা আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৪ বছর আগে