শ্বাসরোধ করে’ হত্যা
নাটোরে প্রবাসীর স্ত্রীকে ‘শ্বাসরোধ করে’ হত্যা
নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার আব্দুলপুর কামারহাটি গ্রামে তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ শিউলি বেগম ওই গ্রামের প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, শনিবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর ভেতরে গিয়ে দেখেন, খাটের ওপর শিউলির লাশ পড়ে আছে। এরপর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি জানান, শিউলির বাড়িতে গত ৫ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি মামা পরিচয়ে থাকতে শুরু করে। ঘটনার পর থেকে সেই মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
৫ মাস আগে