১৯০ বোতল
চট্টগ্রামে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ, যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পিকআপ থেকে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পিকআপের চালক আমির হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ২৬৮৮০ ক্যান বিয়ার জব্দ, ৩ যুবক গ্রেপ্তার
শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিকআপ চালক আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ জব্দ করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাচ্ছিল। এছাড়া এসব মাদকের সঙ্গে জড়িত চালককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২
স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার, শিশু কন্যা উদ্ধার
৫ মাস আগে