কর্ম পরিকল্পনার রূপরেখা
কলম্বো প্রক্রিয়া জোরদারে ২ বছরের 'কর্ম পরিকল্পনার রূপরেখা' প্রকাশ করেছে ভারত
কলম্বো প্রক্রিয়াকে আরও জোরদার করতে মূল অগ্রাধিকার ও উদ্যোগের উপর দৃষ্টিপাত করে আগামী দুই বছরের জন্য একটি ‘কর্ম পরিকল্পনার রূপরেখা’ প্রকাশ করেছে ভারত।
গত শুক্রবার (২৮ জুন) জেনেভায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সদর দপ্তরে স্থায়ী প্রতিনিধি পর্যায়ের বৈঠকে কলম্বো প্রসেসের প্রথম বৈঠক ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেনেভায় আইওএমের সদর দপ্তরে কলম্বো প্রসেসের বৈঠক আয়োজন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালেয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী আসন্ন চেয়ার-ইন-অফিস হিসেবে বিশেষ বক্তব্য দেন।
শনিবার(২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কলম্বো প্রক্রিয়ার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন তিনি।
কলম্বো প্রক্রিয়ার (২০২৪-২৬) জন্য ভারতের অগ্রাধিকারের মধ্যে রয়েছে (ক) কলম্বো প্রক্রিয়ার আর্থিক স্থায়িত্ব পর্যালোচনা, (খ) নতুন সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষকদের অন্তর্ভুক্ত করে সদস্যপদ বাড়ানো , (গ) প্রযুক্তিগত স্তরের সহযোগিতা পুনর্বিন্যাস করা, (ঘ) চেয়ারম্যানশিপের জন্য একটি কাঠামোগত আবর্তন বাস্তবায়ন, (ঙ) নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের জন্য গ্লোবাল কমপ্যাক্টের (জিসিএম) একটি আঞ্চলিক পর্যালোচনা পরিচালনা করা, (চ) আবুধাবি সংলাপ (এডিডি) এবং অন্যান্য আঞ্চলিক সংলাপের সঙ্গে জড়িত হওয়ার প্রক্রিয়া করা।
কলম্বো প্রসেস একটি আঞ্চলিক পরামর্শমূলক প্রক্রিয়া, যা বাংলাদেশসহ এশিয়ার ১২টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত। এটি প্রাথমিকভাবে অভিবাসী শ্রমিকদের জন্য মূল দেশ হিসেবে কাজ করে।
আরও পড়ুন: কানেকটিভিটি উচ্চতর পর্যায়ে নিতে একসঙ্গে কাজ করছে ঢাকা-দিল্লি: কর্মকর্তা
৫ মাস আগে