নাদিম মোস্তফা আর নেই
রাজশাহী বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা আর নেই
রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা আর নেই।
রবিবার (৩০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, রিমান্ডে বিএনপি নেতা নাদিম মোস্তফাকে অমানুষিক নির্যাতন করার পর থেকেই তিনি হার্টের অসুখসহ নানা জটিলতায় ভুগছিলেন। রবিবার সকালে অসুস্থবোধ করলে দ্রুত তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ (রবিবার) দুপুর পৌনে ১২দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘ইতোমধ্যে নাদিম মোস্তফাকে বহনকারী লাশের গাড়ি ঢাকা থেকে রওনা হয়েছে। রবিবার বাদ এশা পুঠিয়ায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ নিয়ে আসা হবে রাজশাহী শহরে। সোমবার (১ জুলাই) সকালে রাজশাহীর শাহ মখদুম ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
তবে কোথায় তাকে দাফন করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মিজানুর রহমান মিনু।
নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান বলেন, ‘তিনি হার্টের অসুখ, ডায়াবেটিস নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকায় তার গুলশানের বাসায় অবস্থান করছিলেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেছেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
আরও পড়ুন: বিএনপির দুঃখ-কষ্টের বাংলাদেশ এখন আর নেই: নানক
৫ মাস আগে