অটোরিকশাযাত্রী
পাবনায় বাসের ধাক্কায় তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত সালভি ইসলাম (২৩) ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। নতুন বাজার কবরস্থানের কাছে আসলে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহন নামের বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই শিশুসহ ৩ যাত্রীর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি।
৩ মাস আগে
কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী মা-ছেলে নিহত
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৭)।
এছাড়া স্মৃতি আক্তারের স্বামী দেলোয়ার হোসেন এবং ওই অটোরিকশার চালক আহত হয়েছেন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
রবিবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইলে পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্মৃতি আক্তার নরসিংদী সদর থানা এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী এবং তাদের ৭ বছরের শিশুছেলে আব্দুল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দেলোয়ার হোসেন স্ত্রী স্মৃতি আক্তার ও ছেলেকে নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জস্থ পর্যটন স্পট সাদাপাথর বেড়াতে যান। সেখান থেকে অটোরিকশা করে ফেরার পথে খাগাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্মৃতি ও তার ছেলে আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশাচালক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
রাজশাহীতে সংঘর্ষে ২ বাসের চালক নিহত
৪ মাস আগে