আকবরশাহ থানা এলাকা
চট্টগ্রামে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
চট্টগ্রামে আকবরশাহ থানা এলাকায় মো. ওয়াহিদুজ্জামান রিপন (৩৭) ও মো. জামাল (৩৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার রিপন রহস্যজনকভাবে ও জামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
আরও পড়ুন: দিনাজপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
নিহত ওয়াহিদুজ্জামান রিপন ওই এলাকার মো. খাইরুল আলমের ছেলে এবং নিহত জামাল একই এলাকার মো. বদিউল আলমের ছেলে।
সিএমপির আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, সকালে উত্তর কাট্টলী চৌধুরী বাড়িতে মো. ওয়াহিদুজ্জামান রিপন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। স্বজনরা বলেছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তার গায়ে কোনো আঘাত নেই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
অপরদিকে আকবরশাহ থানার বাংলা বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামালের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর বলেন, ওই যুবক বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
৫ মাস আগে