স্লোভাকিয়া
শাস্তি পেতে পারেন বেলিংহ্যাম
স্লোভাকিয়ার বিপক্ষে সমতাসূচক গোলটি করার পর অশালীন অঙ্গভঙ্গিতে উদযাপন করায় শাস্তি পেতে পারেন ইংল্যান্ডের রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম।
রবিবার (৩০ জুন) এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে প্রায় হেরেই বসেছিল ইংলিশরা। তবে যোগ করা অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান বেলিংহ্যাম। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে আরও একটি গোল করে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তোলেন অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচ চলাকালে টেলিভিশনের ক্যামেরায় বেলিংহ্যামের উদযাপনে কোনো অসঙ্গতি চোখে পড়েনি। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, যাতে দেখা গেছে, স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়ে হাত দিয়ে দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করছেন তিনি।
আরও পড়ুন: বেলিংহ্যামের শেষের নাটকের পর স্লোভাকিয়াকে কাঁদিয়ে শেষ আটে ইংল্যান্ড
অবশ্য, বেলিংহ্যামের দাবি, ঘনিষ্ঠ বন্ধুদের উদ্দেশে তিনি ওই আচরণ করেন।
তিনি বলেন, ‘স্টেডিয়ামে উপস্থিত কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে লক্ষ্য করে রসিকতার জন্য এটি করেছিলাম। স্লোভাকিয়া দল যেভাবে খেলেছে, তাতে তাদের প্রতি আমার শুধুই সম্মান রয়েছে।’
তবে, এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি ম্যাচে লাল কার্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধ। ফলে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নড়েচড়ে বসেছে উয়েফা।
এ বিষয়ে তদন্ত পরিচালনা করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কোয়ার্টার ফাইনালে বেলিংহ্যামকে নাও পেতে পারে দল।
আগামী শনিবার (৬ জুন) শেষ আটে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ইংল্যান্ড।
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
৫ মাস আগে
বেলিংহ্যামের শেষের নাটকের পর স্লোভাকিয়াকে কাঁদিয়ে শেষ আটে ইংল্যান্ড
বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমক জাগিয়ে ইউরো শুরু করা স্লোভাকিয়া নকআউট পর্বে পেয়েছিল গতবারের রানার্স-আপ ইংল্যান্ডকে। শক্তিশালী ইংলিশদেরও প্রায় হারিয়েই দিয়েছিল তারা। তবে তাদের স্বপ্নযাত্রা ম্লান হয়েছে জুড বেলিংহ্যামের একেবারে শেষ মুহূর্তে গোলে।
রোববার রাতে জার্মানির পশ্চিমের শহর গেলসেনকির্খেনে শেষ ষোলোর ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড।
প্রথমার্ধে ইভান শারাঞ্জ স্লোভাকিয়াকে এগিয়ে নেওয়ার পর ইংল্যান্ডকে নির্ধারিত নব্বই মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে পঞ্চম মিনিটেই জয়সূচক গোলটি করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন হ্যারি কেইন।
ফলে সামন্যের জন্য প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ায় কেঁদে বিদায় নিয়েছে ফ্রান্সেস্কো কালসোনার শিষ্যরা।
আরও পড়ুন: জর্জিয়ার স্বপ্নযাত্রা থামাল দুর্দান্ত স্পেন
পুরো ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও গোলে শট নেওয়ায় ইংল্যান্ডকে প্রায় সমানে টক্কর দিয়েছে স্লোভাকিয়া। ইংলিশদের ১৬টি শটের বিপরীতে তারা গোলে শট নেয় ১৩টি, যার মধ্যে ইংল্যান্ডের মাত্র দুটি শট লক্ষ্যে থাকলেও তাদের ছিল তিনটি।
৫ মাস আগে