সাগরে জেলেরা
নিষেধাজ্ঞার মাঝেও সাগরে জেলেরা, মাছ জব্দ
গত ২০ মে থেকে সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ, যা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরার কারণে তা জব্দ করেছে কোস্টগার্ড।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে ভোলার দৌলতখান ঘাটের ঢাকাগামী একটি লঞ্চ থেকে প্রায় এক হাজার কেজি অবৈধ সামুদ্রিক মাছ ও জাটকা ইলিশ জব্দ করা হয়। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ঢাকাগামী তাসরিফ লঞ্চ থেকে মাছগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ১০৬ মণ ইলিশ ও জাটকাসহ বিভিন্ন জাতের মাছ জব্দ
এ বিষয়ে দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, হাতিয়া ও চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ তাসরিফ লঞ্চযোগে ঢাকা যাচ্ছিল। এসময় কোস্টগার্ডের সহায়তায় দৌলতখান ঘাটে লঞ্চটি এসে পৌঁছালে অবৈধ সব মাছ জব্দ করা হয়।
জব্দ করা সামুদ্রিক মাছগুলো ইলিশা লঞ্চঘাটে নামানো হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয়দের মাঝে সেগুলো বিতরণ করা হয়।
৪ মাস আগে