চলন্ত রিকশা
গরুর গায়ে চলন্ত রিকশার ধাক্কা, যাত্রী নিহত
দিনাজপুরে গরুর সঙ্গে ধাক্কা লেগে চলন্ত রিকশা ভ্যান থেকে ছিটকে পড়ে আবু বক্কর সিদ্দিক হিরু মিয়া (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে নবাবগঞ্জে ওই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত আবু বক্কর সিদ্দিক হিরু মিয়া রংপুরের পীরগঞ্জের খালাসপীর গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ‘নবাবগঞ্জের ফকিরপাড়া গ্রামের মধ্য দিয়ে রিকশা ভ্যানটি যাওয়ার সময় গরুর সঙ্গে ধাক্কা লাগে। এসময় চলন্ত ভ্যান থেকে ছিটকে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে আঘাত লেগে হিরু মিয়া নিহত হয়েছেন।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
৫ মাস আগে