ফুডি
ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে শতভাগ দেশীয় ‘ফুডি’র পথচলা শুরু
ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান ‘ফুডি’। বাংলাদেশে রাইডারভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠান এটি।
দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে এই প্ল্যাটফর্ম।
অনলাইন অর্ডারের মাধ্যমে খাবার সরবরাহের পাশাপাশি ফুডি তরুণ সমাজকে কর্মক্ষম করে তোলার প্রচেষ্টার কথাও জানিয়েছে। ১ হাজারেরও অধিক নিজস্ব ও ৫শর বেশি ফ্রিল্যান্স রাইডারের মাধ্যমে ফুড ডেলিভারি চালিয়ে যাচ্ছে ফুডি।
রাজধানী থেকে সবগুলো জেলা শহরে ধারাবাহিকভাবে কার্যক্রম চালু করবে ফুডি। বর্তমানে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে এটি। এছাড়াও ঢাকার নিকটবর্তী গাজীপুর ও সাভার এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, খুলনা, কক্সবাজারে ফুডির কার্যক্রম শুরু হয়েছে।
ডেলিভারি পার্টনার হিসেবে ফুডি প্ল্যাটফর্মে এরই মধ্যে লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে চার হাজারের বেশি রেস্টুরেন্ট ও শপ পার্টনার যুক্ত হয়েছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে স্বল্প সময়ে তুলনামূলক কম খরচে রুচিশীল খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন বিশেষ দিনের জন্য বিশেষ আয়োজন রয়েছে ফুডির। বিশেষ দিনে প্রিয়জনকে পছন্দসই তাজা দেশি-বিদেশি ফুল উপহার দিতে পারেন ফুডির মাধ্যমে।
দেশজুড়ে সেবা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রেস্টুরেন্ট, শপ ও রাইডারদের নিয়ে ফুডি ব্যবহারকারীদের জন্য সবসময় সর্বোত্তম সেবা দিতে নতুন নতুন সব আয়োজনের উদ্ভাবন চালিয়ে যাচ্ছে ফুডি।
৫ মাস আগে