মেরিহ দেমিরাল
অস্ট্রিয়াকে বিদায় করে ১৬ বছর পর কোয়ার্টারে তুরস্ক
ম্যাচ শুরু হতে না হতেই গোল, এরপর খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে দারুণ একটি গোল সেইভ- এই দুই কীর্তিতেই অস্ট্রিয়াকে হতাশ করে ১৬ বছর পর ইউরোর শেষ আট নিশ্চিত করেছে তুরস্ক।
লাইপসিগের রেড বুল আরেনায় মেরিহ দেমিরালের জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। এর ফলে ইউরোর চলতি আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভিনসেন্সো মনতেল্লার শিষ্যরা।
৬০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে ২১টি শট নেয় অস্ট্রিয়া, যার পাঁচটি ছিল লক্ষ্যে। তবে একবারের বেশি জাল খুঁজে পেল না রাল্ফ রাংনিকের শিষ্যরা।
অন্যদিকে, ৪০ শতাংশ সময় বল দখলে রেখে ৬টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারল তুরস্ক, যার দুটি থেকেই পেল সফলতা। ফলে অস্ট্রিয়ানদের হৃদয় ভেঙে শেষ আট নিশ্চিত করল তারা।
এর ফলে ২০০৮ সালের পর আবারও শেষ আটে উঠল তুরস্ক। সেবার পেনাল্টিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালও খেলেছিল দেশটি, যা ইউরোতে তাদের সেরা দৌড়।
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
ম্যাচ শুরুর প্রথমেই আক্রমণে ওঠে অস্ট্রিয়া। তবে সেই আক্রমণ থেকে বল নিয়ে পাল্টা আক্রমণে গিয়ে ম্যাচের ৫৭ সেকেন্ডের মাথায় গোল করে অস্ট্রিয়ানদের দুঃস্বপ্নময় শুরু উপহার দেয় তুরস্ক।
পাল্টা আক্রমণে গিয়ে কর্নার আদায় করে তুরস্ক। কর্নার থেকে রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা আর্দা গুলেরের উড়ন্ত শটটি অস্ট্রিয়ান ফুলব্যাক স্টেফান পশের পায়ে লেগে গোল পেয়েই যাচ্ছিল তুরস্ক। কিন্তু গোললাইন থেকে বলটি কোনোমতে ঠেকান গোলরক্ষক পাট্রিক পেন্টস। তবে মুহূর্তেই তা দেমিরালের পায়ে চলে গেলে লক্ষ্যভেদ করেন তিনি।
ফলে ম্যাচ শুরু হতেই এগিয়ে যায় তুরস্ক। দেমিরালের এই গোলটি ইউরোর নকআউট পর্বের ইতিহাসে দ্রুততম গোল।
৪ মাস আগে