৩০ জন নিহত
সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
জুন মাসের শুরুতে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা কিছুটা কম থাকলেও মাসের শেষের দিকে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়েছে।
তবে ঈদ যাত্রায় সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ঘটেনি।
এদিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় আহত ৯
এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়।
সিলেট জেলায় ১৩টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৬ জন আহত। সুনামগঞ্জ জেলায় ৪টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
মৌলভীবাজারে ৩টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
সিলেট বিভাগে দুর্ঘটনায় নিহতের মধ্যে ৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১৩ জন সিএনজি-লেগুনা চালক ও যাত্রী, ৯ জন পথচারী।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১১ জন এবং গাছের ও বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।
এছাড়া জুন মাসে নিহত ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
৫ মাস আগে