পেনশন বিরোধ
সরকারের সঙ্গে পেনশন বিরোধে শিক্ষকদের পাশে বিএনপি, আন্দোলনকে 'যৌক্তিক' বললেন রিজভী
নতুন সার্বজনীন পেনশন ব্যবস্থা 'প্রত্যয়' বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যায়িত করে এ ধরনের গণবিরোধী নীতি গ্রহণের জন্য সরকারের কঠোর সমালোচনা করেছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'আমরা মনে করি এটি একটি ন্যায়সঙ্গত আন্দোলন। 'প্রত্যয়' প্রকল্পের বিধান অনুসারে, শিক্ষকরা তাদের নিজের বেতন থেকে তাদের পেনশন তহবিল করবেন এবং সরকার অর্ধেক... এটা এক ধরনের তামাশা।’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শিক্ষক ও শিক্ষাখাতের প্রতি মাত্রাতিরিক্ত বৈরী মনোভাব পোষণ করছে, যা শিক্ষার মানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
তিনি বলেন, ‘প্রত্যয় পেনশন প্রকল্পের আড়ালে শিক্ষকরা যে ন্যায্য পেনশনের টাকা পেতেন, তা কেটে নেওয়া হচ্ছে। শিক্ষকদের প্রতিকূলতা ও অনাহারের দিকে ঠেলে দিতেই এটি একটি পদক্ষেপ মাত্র।’
বুধবার (৩ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের পাচার ও লুটপাটের অর্থ উদ্ধারের উদ্যোগ না নিয়ে শিক্ষকদের পেনশনের অর্থ সংকোচনের জন্য সরকারের কঠোর সমালোচনা করেন রিজভী।আরও পড়ুন: নাটোরে বিএনপির সমাবেশে হামলায় কেন্দ্রীয় নেতাসহ আহত ৭
তিনি যুক্তি দেন, এই লুণ্ঠিত অর্থ উদ্ধার করে সরকার শিক্ষকদের পূর্ণ পেনশন নিশ্চিত করতে পারে। পুরো পেনশনের ব্যবস্থা করতে পারলে শিক্ষকদের কোচিং সেন্টার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেতে হতো না।
ব্যাপক দুর্নীতি ও ভাড়া বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দেওয়ার মতো ভুল নীতির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করার জন্যও সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, আপনারা এখন লুটপাটের মাধ্যমে কোষাগার শূন্য করে শিক্ষকদের পেনশন সুবিধা খর্ব করছেন। এটা সম্পূর্ণ গণবিরোধী নীতি।
এর আগে সোমবার 'প্রত্যয়' পেনশন স্কিমের প্রতিবাদে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করলে তাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সরকার প্রবর্তিত এবং ১ জুলাই থেকে কার্যকর হওয়া সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানান তারা।
রিজভী অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের 'ক্যাডাররা' সাধারণ মানুষ, বিরোধী দলের নেতাকর্মী ও কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে সারাদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি পালনকালে পাবনা, নাটোর, রাজশাহী ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের রক্তক্ষয়ী হামলার শিকার হন বিএনপি নেতাকর্মীরা।
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান ‘জাতীয় তামাশা’: রিজভী
৫ মাস আগে