ববি শিক্ষার্থী
আন্দোলনকারী ববি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আগুন
এদিকে, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হওয়া শিক্ষার্থীদের মহাসড়কে নামতে বাধা দেয় পুলিশ। এছাড়া বিএম কলেজের ভেতরে জড়ো হওয়া শিক্ষার্থীদেরও রাস্তায় বের হতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কোটা সংস্কার আন্দোলনের ববি সমন্বয়ক সুজয় শুভ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে ২০-৩০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসানিক ভবনের নিচতলায় মিটিং করছিলাম। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা একে আরাফাতের নেতৃত্বে ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী লাঠি, রড ও পাইপ নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে থেকে ছাত্রলীগের মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসান, শাহরিয়ার সান, সাব্বির, জাইফ, সাইফ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলামকে আমরা শনাক্ত করতে পেরেছি।’
তিনি বলেন, ‘হামলার পর আমরা ক্যাম্পাস থেকে চলে যাওয়ার সময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।’
‘এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের মিটিংকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও র্যাব ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। তাদের সামনেই আমাদের মারধর করে ছাত্রলীগ।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ববি ছাত্রলীগ নেতা একে আরাফাতের মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে, রবিবার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে গ্রাফিতি আঁকতে গেলেও হামলার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের মিটিং শেষ দিকে ছিল। তখন কোটা সংস্কার নিয়ে সরকারের প্রজ্ঞাপনকে সমর্থন জানানো কিছু শিক্ষার্থী গেট দিয়ে প্রবেশ করে। এরপর কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও অন্য গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা ছাত্রলীগ কি না তা বলতে পারব না, তবে তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’
আরও পড়ুন: পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি ববি শিক্ষার্থীদের
কোটা সংস্কার আন্দোলন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ
৪ মাস আগে
পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি ববি শিক্ষার্থীদের
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ শনিবার (২৭ জুলাই) বিকালে ববির গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আগুন
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, বন্ধ থাকা হল অবিলম্বে খুলে দিতে হবে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের বা হয়রানি করা যাবে না। শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পাঠিয়ে হয়রানি বন্ধ করতে হবে। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার পাশাপাশি ক্যাম্পাস খোলার পর নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, ‘সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের মতো আমরাও শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে। তবে ঢাকাসহ সারাদেশের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।’
এসময় উপস্থিত ছিলেন ববি শিক্ষার্থী মাহমুদুল হাসান সজিব, শারমিলা জামান সেঁজুতি, ভূমিকা সরকার, হাবিবুর রহমান রাফি প্রমুখ।
আরও পড়ুন: সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
৪ মাস আগে
কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আরও পড়ুন: কোটা আন্দোলন: তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে কোনো বৈষম্য চলবে না। তাই আমরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা বাতিলের দাবি জানাচ্ছি। এছাড়া এ দুটি কোটা কোনো প্রার্থী একবারের বেশি ব্যবহার করতে পারবেন না।’
তারা আরও বলেন, যদি কোটা পদ্ধতি বাতিল না হয় তবে সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হবেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, মহাসড়কে অবরোধ চলছে। ঘটনাস্থলে আমরা আছি।
আরও পড়ুন: কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
৫ মাস আগে