দিবু মার্তিনেস
‘আপত্তিকর’ আচরণের শাস্তি পেলেন মার্তিনেস
আপত্তিকর আচরণের অভিযোগ তুলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। এর ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ অক্টোবর ভেনিজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে তাকে পাবে না আর্জেন্টিনা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।
এ মাসের শুরুতে অনুষ্ঠিত কলম্বিয়া ও চিলির বিপক্ষে ম্যাচে তার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ এনেছে ফিফা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন দিবু। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে তিনি যেভাবে উদযাপন করেছিলেন, তারেই পুনরাবৃত্তি করেন তিনি। তার এই উদযাপন সে সময়ই সমালোচনার জন্ম দিয়েছিল।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার মধুর প্রতিশোধ
এর পরের ঘটনাটি পাঁচ দিন পরের। সেদিন কলম্বিয়ার বিপক্ষে হেরে ১২ ম্যাচের অপরাজিত পথচলা থামে লিওনেল স্কালোনির শিষ্যদের। ওই ম্যাচে একজন ক্যামেরাম্যানের সরঞ্জামে ধাক্কা মেরে ফের খবরের শিরোনাম ৩২ বছর বয়সী এই গোলকিপার।
সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি কারও দিকে চাপ মারছেন।
পরে জনি জ্যাকসন নামের ওই ক্যামেরাম্যান কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেস তার গায়ে হাত তুলেছেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার শঙ্কায় ভক্তদের সতর্ক করল আর্জেন্টিনা
এসব ঘটনা বিবেচনায় নিয়ে আচরণভঙ্গের দায়ে মার্তিনেসকে শাস্তি দিয়েছে ফিফা। তবে ফিফার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে এএফএ।
বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া এবং ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় উরুগুয়ে। এছাড়া আট ম্যাচ তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
২ মাস আগে
মেসির পেনাল্টি মিসের পর দিবুর কীর্তিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে খেই হারিয়ে ফেলল দুর্বল ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে ফিরে আরও একটি গোলের সুযোগ নষ্ট করে একুয়েডর। এরপর ম্যাচ পেনাল্টিতে গড়ালে প্রথম শটটিই মিস করেন লিওনেল মেসি। তবে ফের গোলরক্ষক দিবু মার্তিনেসের বীরত্বে জয় নিয়েই মাঠ ছেড়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।
শুক্রবার সকালে একুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ হওয়া পর তা পেনাল্টিতে গড়ায়। এরপর শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা।
এদিন ম্যাচজুড়ে দুই দলের আক্রমণেই তেমন ধার খুঁজে পাওয়া যায়নি। বল দখলের লড়াইয়েও দুদল ছিল সমানে সমান (৫১/৪৯)। গোলের জন্য আর্জেন্টিনার আটটি শটের দুটি ছিল লক্ষ্যে, অপরদিকে ৯টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে একুয়েডর।
আরও পড়ুন: কোপার কোয়ার্টারে কবে কে কার মুখোমুখি
শঙ্কা কাটিয়ে মেসির ফেরার দিনে ফাউল করে একুয়েডর ম্যাচ শুরু করার পর দুই দলই সাবধানে খেলা শুরু করে। আক্রমণ বারবার দিক পরিবর্তন করার পর ১৫তম মিনিটে প্রথম শট নেয় একুয়েডর।
মইজেজ কাইসেদোর বাড়ানো পাস বাঁ পাশ থেকে ৬ গজ বক্সের মধ্যে ধরে শট নেন ইয়েরেমি সারমিয়েন্তো। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো (দিবু) মার্তিনেস তা ঠেকিয়ে দেন। পরমুহূর্তে বক্সের ভেতর থেকে কেন্দ্রি পায়েসের শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। ফলে শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কা এড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা।
পরের মিনিটে একুয়েডরের আরও একটি শট পোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে এই তিনটি শটই নেন ফেলিক্স সানচেজের শিষ্যরা।
এরপর ধীরে ধীরে খেলায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে তারা। নাহুয়েল মলিনার ক্রস থেকে হেডারে গোল আদায়ের চেষ্টা করেন ডি বক্সের মাঝমাঝি থাকা এনসো ফের্নান্দেস। তবে তা ডান পাশ দিয়ে বেরিয়ে যায়।
এরপর ৩৫তম মিনিটে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৩৪তম মিনিটে মেসির বাড়ানো পাস থেকে বক্সের ভেতর থেকে শট নেন এনসো, কিন্তু তার শটটি রক্ষণে প্রতিহত হলে কর্নার পায় আর্জেন্টিনা। কর্নার থেকে আসা ক্রসে মাথা লাগিয়ে দূরের পোস্টের দিকে বল ঠেলে দেন আলেক্সিস মাক আলেস্তার। এরপর বাঁ পাশে ছয় গজ বক্সের মধ্যে থাকা লিসান্দ্রো মার্তিনেস লাফিয়ে উঠে বল জালিয়ে জড়িয়ে দেন।
আর্জেন্টিনার জার্সিতে এটিই ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের প্রথম গোল। আর চলতি কোপার আসরে প্রথমার্ধে এই প্রথম গোল পেল আর্জেন্টিনা।
এরপর কোনো পাশে আর তেমন সুযোগ তৈরি করতে না পেরে বিরতিতে যায় দুই দল।
৫ মাস আগে