স্টারমার
স্টারমারের নেতৃত্বে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর
নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে স্টারমারের যোগ্য নেতৃত্বে লেবার পার্টির নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে তার সরকার।
আরও পড়ুন: পরাজয় মেনে প্রধানমন্ত্রীর শেষ ভাষণ দিয়ে ১০ ডাউনিং স্ট্রিট ছেড়েছেন সুনাক
প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ৭ লাখেরও বেশি প্রাণবন্ত ও উদ্যোগী বাংলাদেশি-ব্রিটিশ প্রবাসীর অমূল্য অবদান আমাদের দুই দেশের কল্যাণে একসঙ্গে কাজ লাগাতে হবে।’
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
যুক্তরাজ্যে গত ৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে স্টারমারের দলের ঐতিহাসিক বিজয় এবং যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বভার গ্রহণে বাংলাদেশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার
শেখ হাসিনা বলেন, 'দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বিশ্বব্যাপী শান্তির প্রচারে আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের বিশ্বাস ও বিশ্বাসের স্পষ্ট প্রমাণ এই জয়।’
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগের সঙ্গে লেবার পার্টি ও দলের স্যার হ্যারল্ড উইলসন, টমাস উইলিয়ামস কেসি ও লর্ড পিটার শোরের মতো শ্রেষ্ঠ নেতাদের স্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। প্রকৃতপক্ষে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল আকাঙ্ক্ষার সাধারণ মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক।
চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমি আপনার স্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করছি এবং এই মহান দায়িত্ব ও যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।’
আরও পড়ুন: পদ্মা সেতু দেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী
৩ মাস আগে
ব্রিটেনের পার্লামেন্টে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতা, নতুন প্রধানমন্ত্রী স্টারমার
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি।
শুক্রবার (৫ জুলাই) সকালে স্কাই নিউজ জানায়, পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৪৬৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে; যার মধ্যে লেবার পার্টি পেয়েছে ৩২৬টি আসন।
এদিকে কোনো সংবাদ মাধ্যমে ফল ঘোষণা হওয়ার আগেই নির্বাচনে পরাজয় স্বীকার করে নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
বিবিসি, আইটিভি ও স্কাই নিউজের বুথফেরত জরিপে ফল ঘোষণার কয়েক ঘণ্টা আগের পূর্বাভাসে বলা হয়েছিল, লেবার পার্টি ৪১০টি আসনে বিশাল জয় পাবে, অন্যদিকে কনজারভেটিভদের আসন সংখ্যা ১৩১টিতে নেমে আসবে।
সুনাক বলেন, 'লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে এবং আমি স্যার কেয়ার স্টারমারকে ফোন করে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ব্রিটিশ জনগণ আজ রাতে একটি রায় দিয়েছে যা থেকে অনেক কিছু শেখার আছে... আর হারের দায় আমি নিচ্ছি।’
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর স্টারমারের ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পথ প্রশস্ত করতে সুনাক শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
লেবার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরে সেন্ট্রাল লন্ডনে জনতার উদ্দেশে স্টারমার বলেন, “আমরা পেরেছি। আপনারা এর জন্য প্রচারণা চালিয়েছিলেন, এর জন্য লড়াই করেছিলেন- এবং জয় এসেছে। 'পরিবর্তন এখন শুরু।’”
তিনি আরও বলেন, 'ব্রিটিশ জনগণকে পরীক্ষা করে দেখতে হয়েছিল যে আমরা তাদের স্বার্থ রক্ষা করতে পারি কি না এবং এটি এখনই থামবে না।’
স্টারমার বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি না, যে এটি সহজ হবে। কিন্তু যখন চলা কঠিন হয়ে উঠবে, মনে রাখতে হবে আজকে রাতের কথা।’
আরও পড়ুন: পরাজয় মেনে প্রধানমন্ত্রীর শেষ ভাষণ দিয়ে ১০ ডাউনিং স্ট্রিট ছেড়েছেন সুনাক
৩ মাস আগে