গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত
চট্টগ্রাম থেকে পরোয়ানাভুক্ত সিলেটের দম্পতি গ্রেপ্তার
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সিলেটের পলাতক এক দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরীর জিন্দাবাজার এলাকার মৃত ডা. আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫)।
আরও পড়ুন: সিলেটে ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখের দিক-নির্দেশনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়ার বিরুদ্ধে ১৩টি মামলায় সাজা ও ৩০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নূরজাহান মুনতাশার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১৬ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আরও পড়ুন: সিলেটে ২৮ লক্ষাধিক টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ৩
৫ মাস আগে