গোপদিঘী
গোপদিঘী হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী হাওর থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবিদের লাশ উদ্ধার করা হয়েছে।
২২ ঘণ্টা পর শনিবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে আবিদের লাশ উদ্ধার করে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে করিমগঞ্জ থানায় লাশ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকাল ৫টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের হাসানপুর সেতুর সংযোগ সড়কের পাশে পানিতে বন্ধুরা মিলে গোসল করতে নামেন। স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় আবিদ।
এসময় সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেনি তার বন্ধুরা। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে আবিদের লাশ উদ্ধার করে।
নিহতের চাচা মোর্শেদ খান বলেন, আবিদ গাজীপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর সেতুতে গোসলের সময় এই দুর্ঘটনা ঘটে।
করিমগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে পৌঁছে সকালে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার বিকাল ৩টায় লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় নিখোঁজের ১ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
মৌরিতানিয়ায় সাগরের উপকূল থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার
৫ মাস আগে