টেক্সাস
টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৩
টেক্সাসের এল পাসো’র পুলিশ বলেছে, বুধবার একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
এল পাসো পুলিশের মুখপাত্র সার্জেন্ট রবার্ট গোমেজ জানান, একজনকে আটক করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘হামলার উদ্দেশ্য সম্পর্কে অনুমান করার ক্ষেত্রে বর্তমান সময় খুব তাড়াতাড়ি। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা জানা যায়নি।’
আরও পড়ুন: জেরুজালেমের সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত ৭
গোমেজ বলেন, পুলিশ বিশ্বাস করে যে ঘটনাস্থল নিরাপদ এবং কর্মকর্তারা এটি যাচাই করার জন্য পুরো শপিংমলটি ঘুরে দেখছেন।
কর্তৃপক্ষ নিকটবর্তী একটি উচ্চ বিদ্যালয়ে একত্র হওয়ার জন্য কেন্দ্র স্থাপন করেছে।
এর আগে পুলিশ জানায়, শপিংমলের ফুড কোর্টে গোলাগুলির ঘটনা ঘটে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে চান্দ্র নববর্ষ উৎসবের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ১০
সীমান্ত টহল: টেক্সাসের রিও গ্র্যান্ডে ৮ অভিবাসীর লাশ উদ্ধার
মেক্সিকোর রিও গ্র্যান্ড নদীতে অন্তত আট অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে, টেক্সাসের কাছে ঈগল পাসে কয়েক ডজন অভিবাসী একটি বিপজ্জনক পারাপারের চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে।
মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং মেক্সিকান কর্মকর্তারা বৃহস্পতিবার নদী পার হওয়া মানুষের একটি বিশাল দলের সাথে কথা বলার সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন। প্রবল বৃষ্টিপাতের কারণে নদীতে প্রবল স্রোত থাকায় অভিবাসীদের এ অবস্থা হয়।
সিবিপির এক বিবৃতি অনুসারে, মার্কিন কর্মকর্তারা ছয়টি লাশ এবং মেক্সিকান দল অন্য দুটি লাশ উদ্ধার করে।
সিবিপি জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা ৩৭ জনকে উদ্ধার করে এবং ১৬ জনকে আটক করেছেন। এদিকে মেক্সিকান কর্মকর্তারা ৩৯ অভিবাসীকে হেফাজতে নিয়েছে। সীমান্তের দুই পাশের কর্মকর্তারা সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
অভিবাসীরা কোন দেশ থেকে এসেছে এবং উদ্ধার কাজের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সিপিডি। টেক্সাসের স্থানীয় সংস্থাও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
আরও পড়ুন: সান আন্তোনিতে ৪৬ অভিবাসীর লাশ উদ্ধার
বর্ডার পেট্রোলের ডেল রিও অংশে যার মধ্যে ঈগল পাসও আছে, এই অঞ্চলটি অবৈধ পারাপারের জন্য ব্যস্ততম করিডরে পরিণত হয়েছে। যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জুলাইয়ে প্রায় ৫০ হাজার অভিবাসীকে থামিয়েছে। প্রায় ৩৫ হাজার অভিবাসী থামিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিও গ্র্যান্ড ভ্যালি।
অভিবাসনের জন্য এই অঞ্চলটি ডজনখানেক দেশের অভিবাসীদের আকৃষ্ট করে। এই অভিবাসীদের মধ্যে রয়েছে শিশুসহ অনেকগুলো পরিবার। জুলাই মাসে ডেল রিও সেক্টরে ১০টি থামানোর ঘটনার মধ্যে ৬টি ছিল ভেনেজুয়েলা, কিউবা বা নিকারাগুয়া থেকে আসা অভিবাসী।
রিও গ্র্যান্ডে ৩৯৫ কিলোমিটার বিস্তৃত সেক্টরটি বিশেষভাবে বিপজ্জনক কারণ নদীর স্রোত অপ্রত্যাশিতভাবে দ্রুত হতে পারে এবং তা দ্রুত পরিবর্তিত হতে পারে। এমনকি শক্তিশালী সাঁতারুদের জন্যও নদী পার হওয়া চ্যালেঞ্জিং হতে পারে।
গত মাসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিডি বলেছে, অক্টোবর থেকে জুলাই পর্যন্ত এ অঞ্চলে ২০০টিরও বেশি অভিবাসীর লাশ পাওয়া গেছে।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং অন্যান্যদের সমীক্ষা পারাপারের সংখ্যা বৃদ্ধির কারণে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার দিকে গুরুত্ব দিচ্ছে। গত তিন দশকে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় হাজারও অভিবাসীর পানিশূন্যতা বা ডুবে মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অভিবাসীদের জীবন বাঁচাতে ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়াতে হবে: শাহরিয়ার আলম
বাহামাস উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু
হামলার আগে স্কুলের দরজায় তালা দেয়া হয়নি: টেক্সাস পুলিশ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওই প্রাথমিক বিদ্যালয়ে হামলার আগে একজন শিক্ষক বের হয়ে যাওয়ার পর দরজায় কেনো তালা দেয়া হয় নি। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে মঙ্গলবার রাজ্য পুলিশ জানিয়েছে।
রাজ্য পুলিশ প্রাথমিকভাবে বলছে, টেক্সাসের উভালদে শহরের স্কুলটিতে ১৮ বছর বয়সী সালভাদর রামোস প্রবেশের কিছুক্ষণ আগে একজন শিক্ষক দরজা খুলে দিয়েছিলেন।
টেক্সাস জননিরাপত্তা বিভাগের প্রধান যোগাযোগ কর্মকর্তা ট্র্যাভিস কনসিডাইন জানিয়েছেন, একজন শিক্ষিকা ওই কাজটি করেছে। তবে তাকে শনাক্ত করা যায়নি এখনও। তিনি একটি পাথর দিয়ে দরজা খুললেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে ক্যাম্পাসে একজন বন্দুকধারী আছেন, পাথরটি সরিয়ে দরজা বন্ধ করে দিলেন। তবে দরজাটি বন্ধ করার সময় তিনি তালা দেন নি।
অতিরিক্ত ভিডিও ফুটেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।
গত ২৪ মে, মঙ্গলবার সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারী সালভাদর রামোসের গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।
আরও পড়ুন: ব্যক্তিগত বার্তায় বন্দুক নিয়েও লিখেছিলেন টেক্সাসের বন্দুকধারী
টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১
ব্যক্তিগত বার্তায় বন্দুক নিয়েও লিখেছিলেন টেক্সাসের বন্দুকধারী
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে হামলার আগে ব্যক্তিগত বার্তায় বন্দুক নিয়েও লিখেছিলেন বন্দুকধারী সালভাদর রামোস। অনলাইনে পাঠানো ওইসব বার্তায় তিনি বন্দুক কেনার আগ্রহের কথা লিখেন। শুক্রবার টেক্সাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত ২৫ মে টেক্সাসের ইউভালডেতে রব এলিমেন্টারি স্কুলে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে হত্যা করে ১৮ বছর বয়সী সালভাদর রামোস।
তবে হামলার এক ঘন্টারও কম আগে তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বলে আগের বর্ণনা থেকে সরে এসেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি এ হামলার একদিন পর বুধবার বলেছিলেন, ‘শুধুমাত্র তথ্য যা আগে থেকে জানা ছিল তা হলো বন্দুকধারী স্কুলে পৌঁছানোর প্রায় ৩০ মিনিট আগে ফেসবুকে পোস্ট করেছিল।’ অ্যাবটের এই দাবি প্রযুক্তি সংস্থাগুলি আগাম সতর্কতা প্রদান করতে পারে কিনা সে সম্পর্কে প্রশ্ন তুলেছে।
শুক্রবার টেক্সাসের জননিরাপত্তা বিভাগের প্রধান স্টিভেন ম্যাকক্র বলেছেন, বন্দুকধারী এক ব্যক্তিগত বার্তায় এই হুমকিমূলক মন্তব্য করেছেন।
আরও পড়ুন: টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১
তিনি বলেছেন, ‘তদন্তের প্রথম দিকে যা বলা হয়েছিল আমি তা সংশোধন করতে চাই। হামলাকারী প্রকাশ্যে ফেসবুকে পোস্ট করেছিলেন যে তিনি হত্যা করতে চলেছেন, তিনি তার দাদীকে গুলি করতে চলেছেন এবং দ্বিতীয়ত তারপর তিনি গুলি করেছিলেন। তৃতীয়ত তিনি একটি স্কুলে গুলি চালিয়েছেন। এই ঘটনা ঘটেনি?’
ফেসবুক ইতোমধ্যে বুধবার উল্লেখ করেছে যে হুমকিগুলি সরাসরি বার্তায় ছিল, কোনও পাবলিক পোস্ট নয়।
১৮ বছর বয়সী সালভাদর রামোস কাকে বার্তা পাঠিয়েছেন ম্যাকক্র তা বলেননি।
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেছেন, রামোস তার বোনকে ২০২১ সালের সেপ্টেম্বরে তাকে একটি বন্দুক কিনতে সাহায্য করতে বলেছিলেন। কিন্তু তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন। কর্তৃপক্ষ কীভাবে সেই অনুরোধ জানতে পেরেছে তা তিনি বলেননি।
ম্যাকক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোসের আরও চারটি ব্যক্তিগত বার্তার কথা জানান।
২৮ ফেব্রুয়ারি চার ব্যক্তির সঙ্গে চ্যাটে রামোস যে একজন স্কুল শ্যুটার- তা নিয়ে আলোচনা হয়েছিল।
১ মার্চ চ্যাটে রামোস একটি বন্দুক কেনার বিষয়ে আলোচনা করেছিলেন।
৩ মার্চ চ্যাটে, অন্য একজন বলেছিলেন ‘শুনতে পেলাম যে আপনি একটি বন্দুক কিনছেন।’ ম্যাকক্র বলেন, রামোস উত্তর দিয়েছিলেন, ‘কিনেছি’।
১৪ মার্চ অন্য একজন অনলাইন ব্যবহারকারী রামোসকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি স্কুল বা অন্য কোথাও গুলি করতে যাচ্ছেন?’। রামোস উত্তর দিয়েছিলেন, ‘না , প্রশ্ন করা বন্ধ করুন এবং আপনি দেখতে পাবেন।’
ম্যাকক্র সেই চ্যাটগুলির অন্তর্ভুক্ত অন্য কারোর পরিচয় প্রকাশ করেননি।
আরও পড়ুন: ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী
টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১
যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছল বয়সী এক বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার অন্তত ১৯ জন শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, দুজনের একজন শিক্ষক।
নিহতদের মধ্যে হামলাকারী অন্তর্ভুক্ত কি না বা কতজন আহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
সন্দেহভাজন ১৮ বছর বয়সী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে প্রায় এক দশক আগে কানেকটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারিতে একজন বন্দুকধারীর হামলায় ২০ শিশু এবং ছয়জন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছিল।
এছাড়া এই হামলার মাত্র ১০ দিন আগে দেশটির নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়।
স্কুল জেলা সুপারিনটেনডেন্ট হ্যাল হ্যারেল বলেছেন, ‘আমার হৃদয় আজ ভেঙ্গে গেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্কুলের সমস্ত কার্যক্রম বাতিল করা হয়েছে। আমরা একটি ছোট সম্প্রদায় এবং এটি অতিক্রম করার জন্য আপনার প্রার্থনার প্রয়োজন।’
আহতদের মধ্যে অনেককে উভালদে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে স্টাফ সদস্যরা এবং বিধ্বস্ত নিহতদের আত্মীয়দের কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ার সময় কাঁদতে দেখা যায়।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন হামলার কয়েক ঘণ্টা পরে জাতির উদ্দেশে ভাষণে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নতুন বন্দুক বিধিনিষেধের আহ্বান জানিয়েছেন।
পড়ুন: ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যকে গুলি করে হত্যা
উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৩ কিশোর নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গ্যাস স্টেশনে বন্দুকধারীর গুলিতে তিন কিশোর নিহত এবং আরও একজন আহত হয়েছে। সোমবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
গারল্যান্ডের ডালাস শহরের পুলিশ প্রধান জেফ ব্রায়ান বলেছেন, সোমবার বিকালে সন্দেহভাজন ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী একটি পিকআপ ট্রাকের থেকে বেরিয়ে দরজা থেকে গ্যাস স্টেশনের দোকানে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি ৪০ ক্যালিবার পিস্তল থেকে ২০ রাউন্ডের বেশি গুলি ছুঁড়ে।
আরও পড়ুন: কেনটাকিতে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭
হামলাকারীকে পালিযে যেতে সাহায্য করা ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের বয়স ১৪, ১৬ এবং ১৭ বলে পুলিশ জানিয়েছে।
আহত ১৫ বছর বয়সী কিশোর দোকানের কর্মচারী যে গত সপ্তাহে কাজ শুরু করেছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দুই রাজ্যে রেকর্ড করোনা শনাক্ত
হাউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসবে নিহত ৮
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসবে মানুষের হুড়োহুড়িতে কমপক্ষে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হাউস্টনের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্যামুয়েল পেনা সংবাদ সম্মেলনে বলেন, র্যাপার ট্রাভিস স্কট গান পরিবেশন করলে একদল মানুষ শুক্রবার রাত ৯টার দিকে মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ অচেতন হয়ে নিচে পড়ে যায় এবং এতে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসব হলো দু’দিন ব্যাপী সংগীত অনুষ্ঠান যা হাউস্টনে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে অনেক মানুষ আহত হলে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।
পেনা বলেন, ১৭ জন মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১১ জন হৃদরোগে আক্রান্ত হন। এছাড়া অনেক মানুষকে এনআরজি পার্কের ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
প্রায় ৫০ হাজার মানুষ এ সংগীত উৎসবে অংশ নেয় বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস প্রধান বলেন, কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানতে পারেনি। একজন মেডিকেল পরীক্ষক বিষয়টি তদন্ত করবেন। শনিবার সকাল পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে
আফগানিস্তানে মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
আইএস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় না তালেবান
যুক্তরাষ্ট্রের একটি বাড়ি থেকে ৬ বাংলাদেশির লাশ উদ্ধার
ডালাস শহরের একটি বাড়ি থেকে সোমবার ভোরে ছয়জন বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পুলিশ।
লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং একই পরিবারের সদস্য বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।
টেক্সাসের পুলিশের দাবি অনুযায়ী- পরিবারটির বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই মিলে তাদের বাবা, মা, বোন ও নানিকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে।
পুলিশের বক্তব্য, এই দুই ভাই বিষণ্ণতায় আক্রান্ত ছিল বলে ঘটনার আগে লেখা ফেসবুক নোটে উল্লেখ করেছে।
দুই ভাইয়ের মধ্যে ছোট ছেলেটি দীর্ঘ ফেসবুক নোটে তাদের বিষণ্ণতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাসের সেক্রেটারি নাহিদা আলী বিবিসিকে বলছেন, আকস্মিক এ ঘটনায় টেক্সাসের পুরো বাংলাদেশি সম্প্রদায় হতবাক হয়ে পড়েছে।
‘পরিবারটি একদম শান্তিপ্রিয় ছিল এবং প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতার জন্য সুনাম ছিল তাদের। তিনটি বাচ্চাই খুব মেধাবী ছিল। ছোট ছেলেটি ফেসবুকে একটি নোট দিয়ে গেছে। সেখানে সে বলেছে সে ও তার ভাই বিষণ্ণতায় ভুগছিল দীর্ঘদিন ধরে,’ তিনি বলেন।
পুলিশ জানিয়েছে, গত শনিবার এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
তাদের পরিবারের আরও সদস্য যুক্তরাষ্ট্রের আছেন এবং খবর পেয়ে তারা সেখানে রওনা হয়েছেন।
আত্মহত্যাকারী দুই ভাই ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের শিক্ষার্থী ছিল।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন: ফাউসি
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই’ জানিয়ে দেশটির শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্তনি ফাউসি মঙ্গলবার বলেছেন, এ অবস্থা চলতে থাকলে দেশটিতে প্রতিদিন এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।
বিয়ের পরই সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
ঢাকা, ২৫ আগস্ট (ইউএনবি)- মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুক্রবার বিয়ের রেজিস্ট্রেশন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি নিহত হয়েছেন।