জোড়পুকুরপাড় এলাকা
১৬টি গ্রেনেড নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট
গাজীপুরে জোড়পুকুরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১৬টি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এএসপি মাহমুদুজ্জামানের নেতৃত্বে ১৯ সদস্যের বোম্ব ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে নদী থেকে গ্রেনেড উদ্ধার
তারা দুইটি রোবটসহ ঘটনাস্থলে বোম শনাক্ত করার যন্ত্রপাতি দিয়ে গ্রেনেডগুলো পরীক্ষা নিরীক্ষা করে এবং বিকাল সোয়া ৫টা পর্যন্ত বিস্ফোরণ ঘটিয়ে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এএসপি মাহমুদুজ্জামান বলেন, খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন।
এরপর রোবটের সাহায্যে মাটির মটকার ভেতরে পলিথিন মোড়ানো গ্রেনেডগুলোর পিন পরীক্ষা করা হয়। পরে দুইজন সদস্য নেমে ১৬টি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
তিনি আরও বলেন, গ্রেনেডগুলো কত আগের বা কোন দেশের তৈরি তা জানতে এগুলোর নমুনা বিস্ফোরক অধিদপ্তরে পাঠানো হবে।
আরও পড়ুন: গাজীপুরে মাটির নিচে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার
চট্টগ্রামে কবর খুঁড়তে গিয়ে মিলল যুদ্ধকালীন গ্রেনেড
৫ মাস আগে
গাজীপুরে মাটির নিচে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার
গাজীপুরে জোড়পুকুরপাড় এলাকায় একটি জমির মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মাটি খননের পর একটি মাটির কলসের ভেতর এগুলোর সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল শেখ হাসিনাকে হত্যার নীল নকশা: ডেপুটি স্পিকার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেম বাড়ি নির্মাণের জন্য গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ ছায়াবীথি (জোরপুকুরপাড়) এলাকায় সাড়ে ৩ কাঠা জমি কিনে বাউন্ডারি দিয়ে ফেলে রাখেন। সম্প্রতি তিনি ওই জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নেন।
সোমবার সকালে এখানে স্থানীয় লোকজন কাজ শুরু করে। সকাল ১০টার দিকে মাটি খনন করার পর গর্তের মধ্যে একটি মাটির কলসের ভেতর গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করে এগুলো পরিত্যক্ত গ্রেনেড। নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সীমানা ঘেরা জমির গেট তালাবদ্ধ করে রাখা হয়।
সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউলল করিম বলেন, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দিয়ে গেটে তালা দিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে কবর খুঁড়তে গিয়ে মিলল যুদ্ধকালীন গ্রেনেড
বগুড়ার শিবগঞ্জে নদী থেকে গ্রেনেড উদ্ধার
৫ মাস আগে