মুনীম ফেরদৌস
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক মুনীম ফেরদৌস
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
সোমবার (৮ জুলাই) র্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন-অর-রশীদের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, র্যাব-৮ এ বদলি হওয়া কমান্ডার আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হলেন মুনীম ফেরদৌস।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, র্যাব-৪ এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে, লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৮ থেকে র্যাব-৩-এ এবং লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবিরকে র্যাব-৩ থেকে র্যাব-৫ এ বদলি করা হয়েছে।
আরও পড়ুন: দায়িত্ব নিলেন র্যাবের নতুন ডিজি
৫ মাস আগে