এমএলসি
বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আসন্ন ভবিষ্যতে কোনো খেলার সময়সূচি নির্ধারিত না হওয়ায় লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও মেজর লিগ ক্রিকেটসহ (এমএলসি) কিছু বিদেশি লিগের খেলায় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের।
শ্রীলঙ্কায় এলপিএলে খেলছেন ব্যাটার তৌহিদ হৃদয় ও পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এমএলসিতে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তৌহিদ। তবে প্রথম ম্যাচে মাত্র ১ রান করলেও দ্বিতীয় ম্যাচে আর ব্যাট করার সুযোগ পাননি। এর আর একাদশে জায়গা হয়নি তার।
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা তাসকিন তার প্রথম দুই ম্যাচে তিন উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন তিনি।
অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলা মুস্তাফিজ ৪ ম্যাচে ৫ উইকেট নিলেও ৭ জুলাই নিজের শেষ ম্যাচে দিয়েছেন ৫৩ রান।
এমএলসিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। দুই ম্যাচে ৫৩ রান করার পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট। এমএলসিতে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি খেলোয়াড় তিনি।
এমএলসির পর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টিতে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে যোগ দেবেন সাকিব।
৪ মাস আগে