প্রবাসী যুবকের মৃত্যু
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু
যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব নামে প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭টায় উপজেলার শার্শা ইউনিয়নের চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর (৩০) একই ইউনিয়নের চটকাপোতা গ্রামের জিহাদ আলীর ছোট ছেলে। গত ৪ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার মাঝি নিহত
স্থানীয়রা জানান, হাবিবুর সকালে মাঠে মাছের ঘেরের সেচ দিতে গিয়ে সেচ পাম্পের পাইপের মুখে তার বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০
৫ মাস আগে