মেলান্দহ উপজেলার নাংলা নইলা ঘাট
জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
জামালপুরে বন্যার পানিতে ডুবে সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলার নাংলা নইলা ঘাটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সোহেল মেলান্দহ উপজেলার বারুইপাড়া গ্রামের শওকত আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বন্ধুরা মিলে স্থানীয় নাংলা নইলা ঘাটে বন্যার পানিতে গোসল করতে যায় সোহেল। এক পর্যায়ে অন্য বন্ধুরা তীরে উঠলেও সোহেল পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ওই যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
মেলান্দহ থানার কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বন্যার পানিতে ডুবে যাওয়া সোহেলের লাশ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
৫ মাস আগে