১ লাখ ৬১ হাজার টাকা
এডিসের লার্ভা পাওয়ায় ডিএনসিসির ৬ ভবন মালিককে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
এডিস মশার প্রকোপ কমাতে রাজধানীর আদাবর ও মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (৯ জুলাই) এলাকাদুটির বিভিন্ন ভবন পরিদর্শন করে মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিককে এই জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
আরও পড়ুন: ফরিদপুরে ডিমের বাজার সহনীয় পর্যায়ে রাখতে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ডিএনসিসির ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন আদাবর এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম।
অন্যদিকে, রুপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় মোট ১১ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান।
এ ছাড়াও, অন্যান্য অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে এদিন মাইকিং করা হয়।
আরও পড়ুন: ডিএনসিসির মশা নিধন অভিযান: লার্ভা পাওয়ায় ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা
কুমারখালীতে ২ ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধ
৫ মাস আগে