দামুড়হুদা উপজেলা
চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রাম দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে আকরাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে দুই কেজি ৩৩৫ গ্রামের আটটি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: খুলনায় ১২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
আকরাম হোসেন (৩০) ঠাকুরপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি জানায়, সীমান্তের প্রধান খুঁটি ৯০ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এক যুবক মোটরসাইকেল করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবি তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে তল্লাশি করে আটটি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে এবং তার মোটরসাইকেলটি জব্দ করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ ব্যাপারে সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। গ্রেপ্তার যুবকে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকরা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার হবে।
আরও পড়ুন: বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ৭টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
৫ মাস আগে