২৪ বছর
শিশু রিয়াদ হত্যা মামলা: ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
জয়পুরহাট ক্ষেতলালে শিশু রিয়াদ হত্যা মামলায় ২৪ বছর পর চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা ও অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেন।
বুধবার (১০ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
মামলার চার আসামি হলেন- হিন্দাপাঁচখুপি গ্রামের একাব্বর আলী, শফিকুল ইসলাম, আব্দুল মতিন ও কালাই উপজেলার হাজীপুর গ্রামের তোফাজ্জল হোসেন। এদের মধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, হিন্দাপাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের পাঁচ বছরের ছেলে রিয়াদ ২০০০ সালের ২৫ মার্চ সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পায়নি। পরে ২৬ মার্চ আসামিরা রিয়াদকে অপহরণ করার কথা জানিয়ে এক লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। এরপর ১০ হাজার টাকা দেওয়া হলেও আসামিরা রিয়াদকে ২৭ মার্চ রাতে হত্যা করে। পরে গ্রামের একটি গর্ত থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মামা বেলাল উদ্দীন তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন। শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন।
আরও পড়ুন: জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
নাটোরে হেরোইন পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
৫ মাস আগে