২০০ বোতল
গাইবান্ধায় ২০০ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধায় ফেন্সিডিল বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল জব্দ করার দাবি করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় গ্রেপ্তার ২, ফেন্সিডিল জব্দ
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন, রংপুরের কোতোয়ালি থানার নুরপুর গ্রামের বাসিন্দা হাসান মিয়ার ছেলে পিকআপ চালক মো. মমিন মিয়া (২৯)।
অপরজন হলেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে ও পিকআপের হেলপার রাকিব ইসলাম (২০)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ‘পলাশবাড়ী চৌরাস্তায় রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপভ্যানে তল্লাশি করে ২০০ বোতল ফেন্সিডিল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: সিলেটে ১৩৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
৫ মাস আগে