রোগীর লাশ উদ্ধার
নিখোঁজের ২ দিন পর শরীয়তপুর হাসপাতালের বাথরুম থেকে রোগীর লাশ উদ্ধার
দুই দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বাথরুম থেকে বাবুল বেপারী (৪০) নামে এক রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সকালে সদর হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাবুল বেপারী বরিশালের মুলাদী উপজেলার পূর্ব তয়কা এলাকার আলী বেপারীর ছেলে।
আরও পড়ুন: যশোরে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন বাবুল। এসময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম। ওই রাতে মা রোকেয়া বেগম ঘুম থেকে উঠে বিছানায় দেখতে পান ছেলে নেই। এরপর তিনি তার ছেলেকে হাসপাতালে খোঁজাখুঁজি করেন এবং একপর্যায়ে বিষয়টি নার্সদের জানান। এরপরেও তার কোনো খোঁজ পাননি। শুক্রবার সকালে গ্রামের বাড়ি চলে যান মা রোকেয়া বেগম। পরে বিকালে আবার হাসপাতালে এসে ছেলের খোঁজ করেন। এরপর শনিবার সকালে অন্য রোগীরা বাথরুমে গেলে বাবুলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বাবুলের ভাতিজি হেনা আক্তার বলেন, আমার চাচু গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি বাথরুমে গিয়ে যদি মারাও যান, তাহলে এই দুই দিন বাথরুম পরিষ্কার করা হয়নি। বাথরুম পরিষ্কার করলে ঠিক আমার চাচুকে আগে খুঁজে পাওয়া যেত। তারা চাচুকে না খুঁজে উল্টো রোগীকে পাওয়া যায়নি বলে, আমার দাদিকে বাড়ি পাঠিয়ে দেন। আমরা এই ঘটনার বিচার চাই।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
৪ মাস আগে