গণ পদযাত্রা
কোটা সংস্কার: বাকৃবিতে গণ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্রসমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গণ পদযাত্রা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে ওই পদযাত্রা শুরু হয়। এতে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।
আরও পড়ুন: 'বাংলা ব্লকেড': ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের
বাকৃবির ছাত্র-ছাত্রীদের ১৩টি আবাসিক হলসহ কে.আর মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা- ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগান দেন।
গণ পদযাত্রা শেষ হওয়ার পর বেলা ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর পাঠানোর জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে জমা দেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ
৩ মাস আগে