৫টি অটোরিকশা
গাইবান্ধায় গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে ৫টি অটোরিকশা চুরি
পলাশবাড়ীতে গ্যারেজের নৈশ প্রহরী দুদু মিয়াকে (৬০) শ্বাসরোধে হত্যার পর পাঁচটি অটোরিকশা চুরি করেছে দৃর্বৃত্তরা।
রবিবার (১৪ জুলাই) ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: শিশু রিয়াদ হত্যা মামলা: ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। দুদু মিয়া পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
পুলিশ জানায়, জিল্লু মিয়ার গ্যারেজে প্রতিদিনের মতো রাতের বেলায় দায়িত্বে ছিলেন দুদু মিয়া। রবিবার ভোরে একদল দুর্বৃত্ত গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর গ্যারেজে থাকা পাঁচটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ‘দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে এই হত্যার ঘটনা পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
৫ মাস আগে