হাত বাঁধা
তিস্তা নদী থেকে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার
লামনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই) দুপুরের দিকে মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার বালুচর থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয়রা মহিষখোচা তিস্তা সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক অবস্থায় লাশের পরিচয় শনাক্ত হয়নি। তবে স্থানীয়দের ধারণা, লাশটি উজান থেকে ভেসে এসেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: নওগাঁয় বিল থেকে সাবেক কাউন্সিলরের ভাসমান লাশ উদ্ধার
নিখোঁজের ২ দিন পর শরীয়তপুর হাসপাতালের বাথরুম থেকে রোগীর লাশ উদ্ধার
৫ মাস আগে